১৬ নভেম্বর ২০২১, ১৭:১৪

এমপি একাব্বর আর নেই

একাব্বর হোসেন  © ফাইল ছবি

টাঙ্গাইল-৭ আসনের (মির্জাপুর) এমপি ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. একাব্বর হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন একাব্বর। মির্জাপুর উপজেলা যুবলীগ নেতা শামীম আল মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, একপুত্রসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আগামীকাল বুধবার (১৭ নভেম্বর) বাদ জোহর মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এমপি একাব্বরের মৃত্যুতে রাষ্ট্রপ্রতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

জানা যায়, ১৯৫৬ সালের ১২ জুলাই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোস্টকামুরী গ্রামে জন্মগ্রহণ করেন একাব্বর হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেন ১৯৭৮ সালে।

ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন একাব্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল শাখা সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

একাব্বর ১৯৯০ সালে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০১ সালে মির্জাপুর থেকে প্রথমবারের প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালেও এমপি নির্বাচিত হন তিনি।