প্রতিবন্ধী তবুও অদম্য সালাহউদ্দিন

কক্সবাজারের মহেশখালীতে পায়ের কব্জি দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সালাহ উদ্দিন নামের এক প্রতিবন্ধী শিক্ষার্থী। দুই হাত-পা বিহীন ওই শিক্ষার্থী বেঞ্চের উপর খাতা রেখে পা দিয়ে লিখে পরীক্ষায় অংশ নিয়েছে। সে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র।
জানা যায়, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের দিনমজুর মোহাম্মদ জালাল আহমদের ছেলে সালাহ উদ্দিন জন্মগতভাবে দুই হাত ও পা বিহীন। ছেলেটির হাত-পা না থাকলেও লেখাপড়ায় বেশ মেধাবী।
এ কারণে পরিবার থেকে তাকে সব রকম সহযোগিতা করা হচ্ছে। পা দিয়ে কলম চালিয়ে স্বপ্ন পূরণের যুদ্ধে ছেলেটি এগিয়ে চলছে। সালাহ উদ্দিনের বাবা পেশায় একজন শ্রমিক। মা আয়েশা বেগম একজন গৃহিনী। মা-বাবা, দুই ভাই ও চার বোন নিয়ে তদের পরিবার।
সালাহ উদ্দিন জানায়, ছোট বেলা থেকেই পড়াশোনার প্রতি তার ভীষণ আগ্রহ। অভাবের সংসার হলেও মা-বাবা তাকে কখনও লেখাপড়া করা থেকে বিরত থাকতে বলেননি। সাধ্যের মধ্যে থেকেই যতটুকু পারেন তারা তার পেছনে ব্যয় করেন।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

সংস্কার ও বিচার নিশ্চিত না করে নির্বাচন চায় না জামায়াত: দেলাওয়ার হোসেন

তারেক রহমানের নেতৃত্বে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: এ্যানি
