১৫ নভেম্বর ২০২১, ১৪:৫৯

ছোট বোনকে হত্যার দায়ে বড় ভাইয়ের ফাঁসির দণ্ড

  © সংগৃহীত

নড়াইলে ছোট বোনকে পিটিয়ে পানিতে ডুবিয়ে হত্যার দায়ে তার বড় ভাইকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। 

সোমবার (১৫ নভেম্বর) নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান তার বিরুদ্ধে এই ফাঁসির আদেশ দেন। 

সাজাপ্রাপ্ত রিপন মোল্ল্যা জেলার নড়াগাতি থানার কালিনগর গ্রামের মো. মোকসেদ ওরফে মকু মোল্ল্যার ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৫ই নভেম্বর মোকসেদ ওরফে মকুর মেয়ে ফাতেমা নদীর ঘাটে কাপড় পরিষ্কার করছিলেন। এ সময় পারিবারিক কলহের কারণে তার বড় ভাই রিপন মোল্ল্যা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে লাশ নদীর মধ্যে কাদায় পুঁতে রাখে।

রিপনের শিশু ছেলে রাশেদ এই ঘটনা দেখে ফেলে। তার মুখে ঘটনার বর্ণনা শুনে পুলিশ লাশ উদ্ধার করে। পরে রিপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ছোট বোনকে হত্যার কথা স্বীকার করে সে।

এই ঘটনার পর ফাতেমার বাবা মোকসেদ ওরফে মকু মোল্ল্যা নড়াগাতি থানায় ছেলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে রিপনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অবশেষে রায় আসলো আদালত থেকে। 

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রিপনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির এই দণ্ডাদেশ দিয়েছে।