পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষক পদ শূন্য আছে: শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০১:২৮ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২১, ০১:৪৬ PM
দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৫০ টি শিক্ষক পদ শূন্য রয়েছে। আর সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৭টি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৯৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ১৫ হাজার ২৯৩ জন। সোমবার (১৫ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চট্টগ্রাম- ৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের উত্থাপিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ৫৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৯৩ হাজার ৩৫৮ জন ছাত্র এবং ১ লাখ ৪ হাজার ৫৯৯ জন ছাত্রী রয়েছে। কিন্তু শিক্ষক সংখ্যা প্রয়োজনের তুলনায় কম রয়েছে। মোট ২ লাখ ৯৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক সংখ্যা মাত্র ১৫ হাজার ২৯৩ জন।
দীপু মনি এসময় বলেন, দেশে ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৫০টি শিক্ষক পদ শূন্য রয়েছে।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের করা অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ভূমি জরিপ শিক্ষার উন্নয়নে ‘বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে দেশের চার জেলায় বাস্তবায়িত হচ্ছে।
এদের মধ্যে দু’টি সার্ভে প্রতিষ্ঠানের সম্প্রসারণ ও উন্নয়ন করা হচ্ছে। এগুলো হল- কুমিল্লার রামমালায় বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট। অপর দুটি ভূমি জরিপ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের কাজ চলছে। এর মধ্যে একটি পটুয়াখালীর দশমিনায় ও আরেকটি যশোরের মনিরামপুরে অবস্থিত।