১৫ নভেম্বর ২০২১, ১২:৩৬

পরীক্ষার হলে মা, বাচ্চা কোলে রাখলেন উপজেলা চেয়ারম্যান

নাছিমা জামান ববি  © সংগৃহীত

৩৫ দিনের বাচ্চাকে নিয়ে দাখিল পরীক্ষা দিতে এসেছিলেন মা। কিন্তু কিছুতেই সন্তানের কান্না থামাতে পারছেন না তিনি। সেই সন্তানের কান্না থামিয়ে দেড় ঘণ্টা শিশুটিকে কোলে নিয়ে মাতৃস্নেহে আগলে রাখেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি।

রবিবার (১৪ নভেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী আলিম মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নাছিমা জামান ববি ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব।

এসএসসি পরীক্ষার্থীর নাম আয়েশা আক্তার। তিনি মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম দাখিল মাদরাসার ছাত্রী।

শিশুটিকে কোলে নিয়ে একটি ছবি ফেসবুকে শেয়ার করেন সদর উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্র সচিব। সেখানে তিনি লিখেন, ‘এক ছাত্রী মাত্র ৩৫ দিনের বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে চলে এসেছিল। পড়াশোনায় তার আগ্রহে আমি অভিভূত। থাক না দেড় ঘণ্টা বাবুটা আমাদের কাছে।’

ছবিটি মুহূর্তে ফেসবুকে ভাইরাল হয়। তিনি দোয়া ও শুভকামনায় ভাসতে থাকেন। এমন ঘটনায় নেটিজেনরা নানা রকম অনুভূতি ব্যক্ত করছেন।