১৫ নভেম্বর ২০২১, ০৯:১৪

খাতা দেরিতে দিয়ে আগে নেয়ায় দুই শিক্ষককে অব্যাহতি

এসএসসি পরীক্ষার্থী  © ফাইল ছবি

এসএসসি পরীক্ষার খাতা দেরিতে দিয়ে আগে নেওয়ার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৪ নভেম্বর) বগুড়ার সোনাতলা উপজেলার সোনাতলা মডেল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া ওই দুই শিক্ষক হলেন- সোনাতলা উপজেলার সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুবক্কর সিদ্দিক এবং লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান সাবু চৌধুরী।

পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, এসএসসি পরীক্ষা শুরুর পর ওই কেন্দ্রের ১০৩ নম্বর কক্ষে বেশ কিছুক্ষণ দেরি করে খাতা দেওয়া হয়। আবার বহুনির্বাচনি অংশ শেষ হওয়ার ১০ থেকে ১৫ মিনিট আগেই উত্তরপত্র নিয়ে নেন। এতে ওই কেন্দ্রের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, শিক্ষার্থী-অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ওই কেন্দ্রে গিয়েছিলাম। ঘটনা শুনে ওই কেন্দ্রের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।