১৪ নভেম্বর ২০২১, ১০:০৩

মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
এসএসসি পরীক্ষার্থী নিহত  © ফাইল ফটো

ফেনীর ফুলগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে সড়কে ওপর ছিটকে পড়ে তার মৃত্যু হয়।

শনিবার (১৩ নভেম্বর) বিকালে উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছাগলনাইয়া-পরশুরাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেজবাহ উদ্দিন (১৬) আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তারাকুচা গ্রামের মো. রফিক উদ্দিনের ছেলে। স্থানীয় রৌশনাবাদ একাডেমি থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

স্বজনদের বরাত দিয়ে ফুলগাজী থানার এসআই আমির হোসেন জানান, মোটরসাইকেলে করে বাড়ি থেকে পাশের কিল্লার দীঘি এলাকায় গিয়েছিল মেজবাহ। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে সে।

স্থানীয়রা উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মেজবাহকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই আমির।