১৪ নভেম্বর ২০২১, ০৯:৩৫
আজ থেকে রাজধানীতে সব বাসে একই ভাড়া
ঢাকা মহানগরীতে আজ রোববার থেকে কথিত 'সিটিং-গেটলক' সার্ভিস বন্ধ হচ্ছে৷ এর ফলে রাজধানীতে চলাচলরত সব বাসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়া নিতে হবে।
এদিকে ঢাকা মহানগরীর বাসগুলোতে সিটিং কিংবা গেটলক সার্ভিস বন্ধে বিআরটিএকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। গত ১১ নভেম্বর সংগঠনটির নেতাদের সাথে বাস মালিকদের এক বৈঠকে তিন দিনের মধ্যে সিটিং-গেটলক বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত হয়।
এ প্রসঙ্গে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, আজ (রোববার) থেকে ঢাকা সিটিং-গেটলক নামে কোনো বাস থাকবে না। বাস থেকে এই লেখাগুলো মুছতে আমরা তিনদিনের সময় দিয়েছিলাম। আজ থেকে সব বাসে একই ভাড়া নিয়ে হবে। অতিরিক্ত ভাড়া আদায় করলে বিআরটিএ কঠোর ব্যবস্থা নেবে।