আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। শনিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে গুলশানের বাসা থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির নিশ্চিত করেছেন।।
তিনি জানান, গত কয়েক দিন আগে ম্যাডাম চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ আবার ওনাকে ফলোআপের জন্য হাসপাতালে নেওয়া হবে। এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। চিকিৎসকেরা বলতে পারবেন।
এদিকে, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার তথ্য জানিয়ে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে।
চিঠিতে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উল্লেখ করেছেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে বেলা ৩টায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। হাসপাতালে আসা-যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান সাত্তার।
এর আগে, গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, তিনি কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর সেরে গেলেও শারীরিক দুর্বলতাসহ স্বাস্থ্যগত নানা জটিলতা দেখা দেওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা তাঁর চিকিৎসা দেন। পরে ৭ নভেম্বর সন্ধ্যায় টানা ২৬ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ফিরেন খালেদা জিয়া। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।