কেন্দ্র দখল নিয়ে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩
নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ।
নিহত প্রত্যকেই আওয়ামী লীগ সমর্থক বলেও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে। তবে সংঘর্ষে ঠিক কত লোক আহত হয়েছেন এখন পর্যন্ত তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশরাফুল হক সরকার। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেন। এটা নিয়ে গত কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। রাতভর থেমে থেমে এই সংঘর্ষ চলে বলে জানান তারা।
এদিকে পুলিশ আরো জানিয়েছে, ভোরে গুলিবিদ্ধ হয়ে বাঁশগাড়ি এলাকার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক মো. সালাউদ্দিন(৩০) নামে এক যুবক মারা যায়। গুলিবিদ্ধ হওয়া আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা যান আরও ২জন। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত বাকি দুইজন হলেন- বাঁশগাড়ি এলাকার জাহাঙ্গীর (২৬) ও দুলাল মিয়া (৫০)।
এদিকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের এক অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন, ইউপি নির্বাচনে একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে। ইউপি নির্বাচনের এমন অতীত ধারার প্রসঙ্গ টেনে তিনি জানান, প্রধানমন্ত্রির নির্দেশ মতো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এ সময় তিনি আরো জানান, এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার মি. সত্যজিত বলেন, বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বাকি দুইজন চিকিৎসারত অবস্থায় মারা যান বলে জানান তিনি।