ঘুরতে যাওয়ার টাকা না পেয়ে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ০১:১৭ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২১, ০১:৪৯ PM
মায়ের কাছে ঘুরতে যাওয়ার টাকা চেয়ে না পেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আবু বকর সিদ্দিক (১৯) নামে এক শিক্ষার্থী। বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর মগবাজারের বেকারি গলিতে এ ঘটনা ঘটে।
মৃত আবু বকরের ভাই মো. বাদশা জানান, আবু বকর গত বছর এসএসসি পাস করলেও করোনার জন্য কলেজে ভর্তি হতে পারেনি। বেকার থাকায় তার মধ্যে হতাশা কাজ করছিল। মগবাজার বেকারি গলিতে দোতলার বাসার নিচতলায় ভাড়া থাকত। বাবা অনেক আগেই মারা গেছে। তাই মা কে নিয়ে সেখানে থাকত সে।
বাদশা জানান, বুধবার দিনে ঘুরতে যাওয়ার কথা বলে ১৫ হাজার টাকা চায় মায়ের কাছে। এত টাকা দিতে অস্বীকার করেন মা। সারা দিনেও টাকা না পেয়ে অভিমানে রাত ১২টার দিকে ঘরের ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় সে। দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।