১০ নভেম্বর ২০২১, ১৬:৫৮

পঞ্চগড়ের সাতমেড়ায় জনপ্রিয়তার শীর্ষে শিক্ষক ফজলুল হক

মো. ফজলুল হক  © টিডিসি ফটো

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চগড় সদর উপজেলা ৬নং সাতমেড়ায় নৌকার মনোনয়ন পেয়েছেন স্থানীয় দশমাইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক। দলীয় প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন পেয়ে অসহায়-দরিদ্র জনগোষ্ঠির পাশে থেকে সেবা করার কথা জানিয়েছেন তিনি।

পঞ্চগড় সদর উপজেলা ৬নং সাতমেড়ায় ইউনিয়নের সম্ভ্রান্ত আ.লীগ পরিবারের সন্তান মো. ফজলুল হক। তিনি দশমাইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছাত্র জীবন থেকে তিনি স্থানীয় রাজনীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানিয়েছে, লেখাপড়ার পাশাপাশি এলাকার যুবকসহ হতদরিদ্র জনগোষ্ঠীর সাধারণ মানুষের যেকোন সমস্যা ও বিপদে পাশে থেকে সহায়তার পাশাপাশি সহযোগিতা করে চলেছেন তিনি। এভাবেই তার কর্মদক্ষতা ও নিষ্ঠার সাথে এলাকার আ.লীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকাবাসীর কাছে হয়ে উঠেছেন সমাজ সেবক ও জনপ্রিয় সংগঠক।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গত ২২ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পঞ্চগড় সদরের ১০ ইউনিয়নের মনোনয়ন প্রাপ্তরা হলেন- অমরখানা ইউনিয়নে নুরুজ্জামান, হাফিজাবাদে গোলাম মূসা কলিমুল্লাহ, পঞ্চগড় সদর ইউনিয়নে নজরুল ইসলাম, কামাত কাজলদিঘী ইউনিয়নে নজরুল ইসলাম, চাকলাহাটে আব্দুল কুদ্দুস প্রামাণিক, সাতমেড়ায় ফজলুল হক, হাড়িভাসায় মনির হোসেন, ধাক্কামারায় নূরল ইসলাম, মাগুড়া ইউনিয়নে জ্যোতিষ চন্দ্র রায় এবং গড়িনাবাড়িতে আব্দুল লতিফ।

সাতমেড়ার হাফেজুর রহমান নামে এক বাসিন্দা বলেন, মো. ফজলুল হক আওয়ামীলীগ পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এলাকাবাসীর কাছে তিনি খুবই জনপ্রিয় ব্যক্তি। তাই আমরা তাকে ৬নং সাতমেড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।

চেয়ারম্যান প্রাথী মো. ফজলুল হক বলেন, ছোটবেলা থেকেই দরিদ্র জনগনের সেবা করার স্বপ্ন দেখতাম। ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে বিভিন্ন লড়াই সংগ্রাম করেছি। এখনো নেতা-কর্মীসহ সাধারণ জনগনের সাথে মাঠেই আছি। আমি ৬নং সাতমেড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ দলীয় মনোনয়ন পেয়েছি।

তিনি আরও বলেন, আমি মনে করি যে মানুষ মানুষের জন্য, আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে। আমার উপার্জিত অর্থের মালিক শুধু আমি একা নই, এখান থেকে এলাকার উন্নয়নমূলক কাজের বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করি।