১০ নভেম্বর ২০২১, ১৫:৫১

শিক্ষার্থীদের হাফভাড়া নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

  © সংগৃহীত

শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, অযৌক্তিকভাবে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও সিটিং সার্ভিসের নামে প্রতারণা বন্ধ করাসহ কয়েকটি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে যাত্রী অধিকার আন্দোলন। বুধবার (১০ নভেম্বর) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে বক্তারা বলেন, বাড়তি ভাড়া আদায়ের পাশাপাশি সিটিং সার্ভিসের নামে বাসগুলো কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে। অথচ পরিবহন মালিকদের পক্ষ নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নিশ্চুপ ভূমিকা পালন করছে।জনগণের টাকায় বেতন পেয়ে বিআরটিএ চেয়ারম্যান পরিবহন মালিকদের দালালি করছেন।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি কেফায়েত শাকিল বলেন, সিটিং বাসের নামে চিটিংবাজী বন্ধ করতে হবে। অযৌক্তিকভাবে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। পরিবহনের ভাড়া নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও বেড়েছে। সে সময় অতিরিক্ত যাত্রী বহন করা হবে না বলা হলেও পরে ঠিকই ঠাসাঠাসি করে যাত্রী নিতে দেখা গেছে। কিন্তু এসব অনিয়ম দেখেও না দেখার ভান করছে বিআরটিএ।

পরিবহনগুলো নানা অজুহাতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদ। তিনি বলেন, সিটিং সার্ভিসের নাম দিয়ে এসব পরিবহন দাঁড় করিয়ে অসংখ্য যাত্রী নিচ্ছে। ওয়েবিল দেখিয়ে কিলোমিটারের নির্ধারিত ভাড়ার ধার ধারছে না তারা। অথচ শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে চাইলে সিটিং সার্ভিস এর অজুহাত দিচ্ছে। এভাবে চলতে পারে না। এসব বন্ধ করতে হবে।

মানববন্ধনটি সঞ্চালনা করেন যাত্রী অধিকার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন আরিফ। কর্মসূচী থেকে ‘পরিবহন নৈরাজ্য’ বন্ধে ৫টি দাবি তুলে ধরেন যাত্রী অধিকার আন্দোলনের নেতারা। দাবিগুলো হচ্ছে-

নগরী থেকে সিটিং বাস বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং একই সঙ্গে নতুন করে বাড়ানো পরিবহন ভাড়া পুনর্মূল্যায়ন করতে হবে। পরিবহন ভিত্তিক সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করতে হবে। তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভাড়া বাড়ানো গ্যাসের গাড়িগুলো চিহ্নিত করে তাদের রুট পারমিট বাতিল করতে হবে। নগর ও দূরপাল্লার পরিবহনে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি করতে হবে। অন্য দাবিটি হল- চুক্তিতে গাড়ি চালানো এবং ওয়েবিলে ভাড়া আদায় বন্ধ করতে হবে। একইসঙ্গে নগর পরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে সাইন্সল্যাব থেকে নীলক্ষেত অভিমুখে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।