গুচ্ছের ‘অযৌক্তিক’ ফি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কাল

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরবর্তী ‘অযৌক্তিক’ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন আন্দোলনকারীদের সমন্বয়ক আব্দুল্লা মামুন।

তিনি বলেন, গুচ্ছ কমিটি শুরু থেকেই একের পর এক ‘অযৌক্তিক’ সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে আমাদেরকে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে গুচ্ছ কমিটি। গুচ্ছের আর কোন প্রহসন মেনে নেওয়া হবে না। ইতিমধ্যে ১২০০ টাকা ফি আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে, নতুন করে আর ১ টাকা আবেদন ফি শিক্ষার্থীরা দেবে না। গুচ্ছের অন্যায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে আগামীকাল আমরা বিক্ষোভ করবো।

তিনি আরও বলেন, আমরা তিনটি দাবিতে বিক্ষোভ করবো। এগুলো হলো- পরীক্ষা পরবর্তী অযৌক্তিক আবেদন ফি বাতিল করা, অবিলম্বে মেধাক্রম প্রকাশ করা এবং গুচ্ছে সেকেন্ড টাইম বহাল রাখো। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ