রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর  © ফাইল ফটো

গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়তি আরোহী নিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক শিক্ষার্থীর।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিরপুর ১১নম্বর সেকশনের নান্নু মার্কেট সংলগ্ন চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কলেজছাত্রের নাম রাজিব রশিদ (২৭)। তিনি বাড্ডার বেরাইদ এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একেএম রহমত উল্লাহ কলেজে পড়তেন।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন- মো. লোকমান হোসেন (৩৩) ও সুমন (৩৮)।

এ ব্যাপারে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে নান্নু মার্কেট সংলগ্ন চার রাস্তার মোড়ে বালু ভর্তি একটি মিনি ট্রাকের সঙ্গে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রাজিব ঘটনাস্থলেই মারা যান। আহত হয় চারজন। স্থানীয়রা আহতদেরকে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, পরিবারের অনুরোধে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে লোকমান ও সুমন নামে দুইজন ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। আর বাকি দুজন আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতাল ভর্তি রয়েছেন। এ ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।


সর্বশেষ সংবাদ