দুই বাসের মাঝে পড়ে রাজধানীতে স্কুল শিক্ষক নিহত
দুই বাসের মাঝে পড়ে গুরুতর আহত এক স্কুল শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় দুই বাসের মাঝে পড়ে আহত হন শিক্ষক আব্দুল মালেক (৫২)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তির প্রায় তিন ঘণ্টা পর বিকাল পাঁচটার দিকে তিনি মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডেমরা স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ডে ওয়াসিম পরিবহন ও স্বাধীন পরিবহন নামের দুটি বাস দাঁড়িয়ে ছিল। এ দুটি বাসের মাঝে থাকা ওই শিক্ষককে একটি বাস পেছনের দিকে যাওয়ার সময় চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মালেকের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়। তার বাবার নাম মৃত আব্দুস সালাম তালুকদার। এক ছেলে, দুই মেয়েসহ পরিবার নিয়ে ডেমরার সারুলিয়া এলাকায় থাকতেন তিনি। তিনি মালেক ডেমরার হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
মৃত মালেকের স্ত্রী ফরিদা আক্তার জানান, দুপুরে স্কুল থেকে বাসায় ফিরছিলেন তিনি। পথে স্টাফ কোয়ার্টারের সামনে এলে সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়েন তিনি। দেখতে পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে যায়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোন্দকার নাসির উদ্দিন জানান, দুই বাসের মাঝ খান দিয়ে রাস্তা পার হওয়ার সময় চাপা পড়ে গুরুতর আহত হন মালেক। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।