প্রথমবারের মতো ১৪ আইপি টিভির অনুমোদন (তালিকা)
নিবন্ধনের জন্য প্রথম পর্যায়ে অনুমতি পেল ১৪ আইপি টিভি। আজ সোমবার (৮ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এমনটি জানানো হয়।
নিবন্ধনের অনুমতি পাওয়া আইপি টিভিগুলো হলো- মুভিবাংলা টিভি, দেশবন্ধ টিভি, জাগরণ টিভি, সিএইচডি টিভি, রুপসী বাংলা টিভি, সবাইপ্রাইম টিভি, হর্নেট টিভি, মাটি এন্টারটেইনমেন্ট টিভি, ফ্লিক্স আরকে টিভি, রাজধানী টিভি, ভয়েস টিভি, জিএ টিভি, নিউজ২১ বাংলা টিভি, সিএইচডি নিউজ২৪.টিভি।
অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা ও পরিপত্র বা নির্দেশনা অনুসরণ করার শর্তে তাদের অনুমোদন দেয়া হয়।
এছাড়া বিদ্যমান কপিরাইট আইন মেনে চলা এবং সরকার কর্তৃক প্রবর্তিত আইন অনুসরণ করে নিবন্ধনের জন্য নির্ধারিতহারে নিবন্ধন ফি, বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে।