ধর্ষণ মামলায় আগাম জামিন চাইলেন সাংবাদিক শাকিল আহমেদ

সাংবাদিক শাকিল আহমেদ
সাংবাদিক শাকিল আহমেদ  © ফাইল ছবি

একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করা হয়েছে।

আজ সোমবার (৮ নভেম্বর) শাকিল আহমেদের পক্ষে অ্যাডভোকেট আল মাসুদ বেগ এ আবেদন করেন।

আজ বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৪ নভেম্বর রাতে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১) ধারায় গুলশান থানায় ওই মামলা দায়ের করা হয়। মামলায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী নারী একজন চিকিৎসক, তিনি এর আগে শাকিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছিলেন।

ওই নারী বলেছেন, চাকরির জন্য সাত-আট মাস আগে শাকিলের কাছে গিয়েছিলেন তিনি। তখন তার সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে। তাতে তিনি গর্ভবতী হন। পরে শাকিলের কথায় তিনি ভ্রূণ নষ্ট করলেও শাকিল প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি।

ওই নারী আরও অভিযোগ করেন, এরপর চিকিৎসক হিসাবে যেখানে তিনি চাকরি করতেন, সেখান থেকে শাকিল প্রভাব খাটিয়ে তাকে ছাঁটাই করান।


সর্বশেষ সংবাদ