০৭ নভেম্বর ২০২১, ২২:০২

আত্মহত্যায় এগিয়ে মেয়েরা, বড় কারণ মাদক: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  © ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা বিশ্বে বয়স্করা আত্মহত্যায় এগিয়ে থাকলেও আমাদের দেশে তরুণরাই বেশি আত্মহত্যা করে। অন্যান্য দেশে আত্মহত্যায় ছেলেরা এগিয়ে থাকলেও আমাদের দেশে মেয়েরা এগিয়ে। এর যেসব কারণ আমরা দেখি, তার মধ্যে মাদক অন্যতম বড় কারণ। 

রোববার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত লেট’স টক মেন্টাল হেলথের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

আত্মহত্যার কারণ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, একটা ছেলে বা মেয়ে স্কুলে চান্স পেলো না, ভার্সিটিতে ভর্তি হতে পারল না, সে হতাশায় আত্মহত্যা করে বসল। এমনটাই আমরা দেখতে পাই। এছাড়াও আরেকটা বড় কারণ হচ্ছে ড্রাগসের ব্যবহার। তরুণ তরুণীরা হতাশা থেকে মাদকের ব্যবহার করে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, অভিনেত্রী শম্পা রেজা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাত। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম।