০৭ নভেম্বর ২০২১, ১৬:০৫
বাসভাড়া ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব
বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। যেখানে বাসভাড়া গড়ে প্রায় ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব এসেছে।
রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে এই বৈঠক শুরু হয়। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রেক্ষিতে বাসভাড়া বৃদ্ধির বিষয়ে আলোচনা হচ্ছে।
বৈঠকে বাস মালিকদের পক্ষে দূরপাল্লার এবং রাজধানীতে চলাচলরত বাস ভাড়ার নতুন প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ২ টাকা করার প্রস্তাব হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা গুনতে হবে। ভাড়া বৃদ্ধির এ হার ৪০.৮৫ শতাংশ।