নির্বাচনে সহিংসতা বন্ধের দাবি শিক্ষার্থীদের

নির্বাচনে সহিংসতা বন্ধের দাবি শিক্ষার্থীদের
নির্বাচনে সহিংসতা বন্ধের দাবি শিক্ষার্থীদের  © ফাইল ছবি

ময়মনসিংহের ফুলবড়িয়ায় ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধ ও নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার দাবি জানিয়েছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে এ দাবি জানান।

লিখিত দাবি জানানোদের মধ্যে ঢাবি, বাকৃবি, চট্টগ্রাম, রাজশাহী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের ৮৭ জন শিক্ষার্থী রয়েছেন।

লিখিত দাবিতে তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উদ্বেগজনক হারে সহিংসতা বাড়ছে। ১নং নাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মাঝে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ ক’জন গুরুতর আহত হন। চেয়ারম্যান প্রার্থীর কর্মীর সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। গ্রামের সাধরণ মানুষ ব্যাপক আতংকের মধ্যে রয়েছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।

তারা বলেন, নাওগাঁও ইউনিয়নে যাতে কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে সে জন্য ১১ নভেম্বর নির্বাচনের দিন ১নং নাওগাঁও ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা এবং ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোসহ ফুলবাড়িয়ায় উপজেলায় ইউনিয়নে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রাখার দাবি জানান।

প্রসঙ্গত, উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন যত কাছে আসছে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও বাড়ছে।


সর্বশেষ সংবাদ