কাল থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০২:৩৬ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২১, ০২:৩৬ PM
ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) থেকে সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। কাল সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হবে। দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চালানোর ঘোষণা দিয়েছেন নেতারা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।
তিনি বলেন, জ্বালানী তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে মালিক এবং ট্রাক চালকদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।