০৪ নভেম্বর ২০২১, ১৩:৩০

বর্তমান দেশের মাথাপিছু আয় ২ লাখ টাকা

বর্তমান দেশের মাথাপিছু আয় ২ লাখ টাকা  © ফাইল ফটো

বাংলাদেশে মাথাপিছু আয় আড়াই হাজার ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৫ হাজার) ছাড়িয়ে গেছে। যেটা দেশের ইতিহাসে একটি রেকর্ড। ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ২২৭ ডলার।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, এবারে ভিত্তিবছর ২০১৫-২০১৬ ধরে হিসাব করায় নতুন ভিত্তিবছরের হিসাবে ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ৩২৭ ডলার বেড়ে দাঁড়ালো ২ হাজার ৫৫৪ ডলার। এখানে, পূর্বের ভিত্তিবছরের হিসাবে ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ২২৭ ডলার।

বিবিএস আরো জানায়, নতুন করে ২০১৫-২০১৬ ভিত্তিবছর ধরায় গেলো কয়েক বছরের মাথাপিছু আয়ও বেড়ে গেছে। যেমন, পূর্বের হিসাবে ২০১৯-২০২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ২৪ ডলার যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৫ ডলারে।

উল্লেখ্য, মাথাপিছু আয় কোন ব্যাক্তির একক বা ব্যক্তিগত আয় নয়। এটি দেশের মোট আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে পাওয়া যায়। ২০১৫-১৬ ভিত্তিবছর ধরে হিসাব করায় আগের কয়েক বছরের মাথাপিছু আয়ও বেড়ে গেছে। যেমন, ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৪৬৫ ডলার। নতুন হিসাবে হয়েছে ১ হাজার ৭৩৭ ডলার। এর পরের প্রতি বছরই মাথাপিছু আয় বেড়েছে। আগের হিসাবে ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ২৪ ডলার। পরবর্তীতে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৫ ডলারে।