পাঠাওয়ের বিজ্ঞাপন নিয়ে ঢাবি ছাত্র মাসুদের ক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৮:০৩ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২১, ০৯:৫৫ AM
মাসুদ নামকে অপমান করা হয়েছে দাবি করে পাঠাওয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মাসুদ পারভেজ। রবিবার (৩১ অক্টোবর) সন্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে পাঠাওয়ের বিজ্ঞাপনে মাসুদ নামকে বাজেভাবে উপস্থাপনের অভিযোগ তোলেন তিনি।
মাসুদ পারভেজ বলেন, একজন মানুষের কানে যে শব্দটি সবচেয়ে বেশি সুন্দর শোনায় এটি হচ্ছে তার নাম। আজ ‘পাঠাও’ এর একটি ভিডিও বিজ্ঞাপনে দেখলাম ‘মাসুদ’ নামটিকে হেয় করা হয়েছে। বিষয়টি আমার কাছে খুব খারাপ লেগেছে।
তিনি আরও বলেন, ‘মাসুদ’ নামটি নিয়ে এতদিন যে ট্রল হয়েছে সেটাকে ট্রল হিসেবেই নিয়েছি। কিন্তু আজ পাঠাও এর বিজ্ঞাপনে যা দেখলাম সেটি কোনোভাবেই মেনে নেওয়ার নয়। আজ পাঠাও কোম্পানি ‘মাসুদ’ নামকে হেয়ো করে বিজ্ঞাপন তৈরি করেছে। ভবিষ্যতে অন্য কোনো কোম্পানী অন্য আরো নামকে হেয় করে বিজ্ঞাপন তৈরি করবে না তার কী গ্যারান্টি আছে?
এ নিয়ে তার ক্ষোভের কারণ জানতে চাইলে মাসুদ পারভেজ পারভেজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওবায়দুল কাদের সাহেব তার জায়গায় ঠিক আছেন এবং মানুষও ট্রল করছে, তাতে আপত্তি নেই। তবে ‘অ্যাপ ছাড়া খ্যাপে যারা যায়, তারাই মাসুদ’ শিরোনামে পাঠাও যে বিজ্ঞাপণ করেছে, সেটাকে আমি বাজে মার্কেটিংই মনে করি। বিজ্ঞাপণটা তারা অন্যভাবেও করতে পারত।’
মাসুদ নামের লোকজন ছাড়াও অন্য নামের লোকজনকে পাঠাওয়ের বিজ্ঞাপণের সমালোচনা করেতে দেখা গেছে।
মাহিনুর নামের এক আইডি থেকে কমেন্ট করা হয়েছে, ‘বাজে মার্কেটিং, পজিটিভভাবেও ম্যাসেজটা দেয়া যেত।’
তানভির রহমান নামের একজন লিখেছেন, ‘সস্তা বিজ্ঞাপণের মাধ্যমে কোম্পানির মান বাড়ানো সম্ভব নয়।’
সাজ্জাদ হোসাইন লিখেছেন, এখানে প্রথমত মাসুদ নামকে খারাপ বলা হয়েছে এবং দ্বিতীয়ত তারা যাদের মাধ্যমে বিজনেস করছে, তাদের ছোট করেছে।’
তবে মাসুদ রানা নামের একজন পাঠাওয়ের বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছেন।