৩১ অক্টোবর ২০২১, ১৬:০২

দ্রব্যমূল্য আজ ক্রয় ক্ষমতার বাইরে: মির্জা আব্বাস

প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের মানববন্ধন   © টিডিসি ফটো

দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে রবিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।  সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান রিপনের সভাপতিত্বে এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘সরকার ধান্দাবাজির সকল পথে হাঁটছে। দ্রব্যমূল্য আজ ক্রয় ক্ষমতার বাইরে। টাকার ফ্লো আজ এক শ্রেণির মানুষের হাতে। বিদ্যুৎ-বিল-গ্যাস বিল আজ গায়েবি বিলে পরিণত হয়েছে। প্রতিবাদ করলে সরকার রাগ করে। তবে প্রতিবাদ হবেই। মানুষের প্রতিবাদ বন্ধ করা যাবে না।’

এছাড়া সরকার চড়া সুদে বিদেশ থেকে ঋণ নিচ্ছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।  

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব বলেন,  আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকেই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি বার বার ব্যক্ত করলেও বাস্তবে দ্রব্য মূল্য সাধারণ জনগণের নাগালের বাহিরে চলে গিয়েছে। ২০১৪ সালে এবং ২০১৮ সালে ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করার কারণে সাধারণ জনগণের নিকট দ্রব্য মূল্য সহ দেশের সার্বিক দুরবস্থার বিষয়ে জবাবদিহিতার বালাই নেই ‘

রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, শত গুম, খুন, মামলা-হামলার পরও জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ জনগণের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য রাজপথে যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে। আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ জনগণের দুঃখ দুর্দশা দূর করা হবে।’’

সভাপতির বক্তব্যে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান রিপন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে জনগণের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদে আজকের এ মাননববন্ধন। গত এক যুগ ধরে সরকার দেশ পরিচালনা করেও জনদুর্ভোগ লাঘব করতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধগতি লাঘবে কাজ করতে আমরা সরকারকে আহবান জানাই।’

মানববন্ধনে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন এবং ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।