এমপিওভুক্ত হলো বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের নামে ১৭ প্রতিষ্ঠান
আরও ১৯টি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। নতুন এমপিও পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টিই বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে গড়া প্রতিষ্ঠান।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাপিত ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার।
এম এ খায়ের বলেন, বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে পৃথকভাবে এমপিওভুক্তির আবেদন চাওয়া হয়েছে।
তবে এ প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতাবলে এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বাইরে স্থাপিত আরও দুটি প্রতিষ্ঠানকে এর সঙ্গে অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এমপিওভুক্ত হওয়া ১৯টিবপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে চারটি, মাধ্যমিক পর্যায়ে আটটি এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের রয়েছে।
নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হওয়া চার স্কুল হচ্ছে- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব চণ্ডিপুর বঙ্গবন্ধু নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জামালপুর সদরের বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল, বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয় এবং গোপালগঞ্জ সদরের শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি উচ্চ বিদ্যালয়।
মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হওয়া আট শিক্ষাপ্রতিষ্ঠান হলো-পঞ্চগড় সদরের চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, পাবনার ঈশ্বরদী উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর কবিরহাট উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়, পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল, শরীয়তপুরের জাজিরা উপজেলার মানিকনগর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয় এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হওয়া একমাত্র প্রতিষ্ঠানটি হলো ময়মনসিংহের তারাকান্দার শেখ মুজিব কলেজ।
আর ডিগ্রি পর্যায়ে এমপিওভুক্ত হওয়া কলেজগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁওয়ের রাণীশংলকৈল উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু কলেজ, রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর বঙ্গবন্ধু কলেজ, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বঙ্গবন্ধু মহিলা কলেজ, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বঙ্গবন্ধু মহিলা কলেজ।