পরীক্ষাটাই সবকিছু নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি   © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের ফল মূল্যায়নে পরীক্ষাই একমাত্র উপায় নয়। পরীক্ষার বাইরে বিকল্প মূল্যায়নও রয়েছে। মেধা যাচাইগে সেগুলোও দেখতে হবে। পরীক্ষাটাই সবকিছু নয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রমের খোলনচল পালটে ফেলার চেষ্টা করছি। শুধু পরীক্ষাই থাকবে কেন? মূল্যায়নের আর পথ নেই? শিক্ষার্থী ভালো করছে নাকি মন্দ করছে সেটি বোঝার আরও উপায় আছে। পরীক্ষা থাকবে, একেবারেই থাকবে না তা নয়। তবে পরীক্ষাটাই সব নয়। শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন করতে হবে। তারা প্রজেক্টওয়ার্ক করবে। বাস্তব ভিত্তিক শিক্ষা অর্জন করবে।

তিনি আরও বলেন, একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ধর্মের অপপ্রচার চালাচ্ছে। এদের রুখে দিতে হবে। শিশুদের অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার আহবানও জানান তিনি।


সর্বশেষ সংবাদ