২৭ অক্টোবর ২০২১, ১৩:৫১
৭ দিনের মধ্যে স্কুল শিক্ষার্থীরা টিকা পাবেন: শিক্ষামন্ত্রী
আগামী সাতদিনের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন চলছে। এটির কিছুটা অগ্রগতি হলে আমরা টিকাদান শুরু করবো।
বুধবার (২৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে তৃতীয় গবেষণা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।