পীরগঞ্জে হামলার মূলহোতা সৈকত মন্ডল ছাত্রলীগ নেতা!
রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় সহিংসতার ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার সৈকত মণ্ডল কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দেয়ার ঘটনায় তাকে গত ১৮ অক্টোবর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
র্যাবের হাতে আটক সৈকত দর্শন বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি কারমাইকেল কলেজের দর্শন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
গতকাল শুক্রবার রাতে টঙ্গী থেকে সৈকত মণ্ডল ও তার সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। আজ শনিবার কাওরান বাজারে র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, পীরগঞ্জের মাঝিপাড়ায় হিন্দু পল্লীতে সহিংসতার ঘটনার মূল হোতা এই সৈকত মণ্ডল।
এ বিষতে জানতে চাইলে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সিজার গণমাধ্যমকে জানান, সৈকত আগে থেকেই ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিতেন। এ জন্য মহানগর ছাত্রলীগের পরামর্শে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।