২৩ অক্টোবর ২০২১, ১৫:৪৫

২০২৩ সালের নির্বাচন বানচাল করতে বিভেদ সৃষ্টি করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

পল্লীবিদ্যুত ভবন উদ্বোধনের মুহূর্ত  © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামাত এবং তাদের দোসররা দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তাদের এই চক্রান্ত এখনই রুখে দিতে হবে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুরে পল্লীবিদ্যুত সমিতি-২ এর নবনির্মিত সদর দপ্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামাত পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। তাদের সব ষড়যন্ত্র এখনই রুখে দিতে হবে।