১৮ বছর বয়সীরা টিকার নিবন্ধন করতে পারছেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১০:৩৯ AM , আপডেট: ২১ অক্টোবর ২০২১, ১০:৩৯ AM
করোনাভাইরাসের টিকা নিবন্ধনের বয়সীমা এখন ১৮ বছর করা হয়েছে। ফলে এখন থেকে দেশের ১৮ বছর ও তার বেশি সব নাগরিক টিকা নিতে পারবেন। বুধবার থেকে সুরক্ষা অ্যাপে ১৮ বছর বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক শামসুল হক। তিনি বলেন, টিকা নিবন্ধনের বয়সসীমা ১৮ বছরে নামিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে ১৮ বছর ও তার ওপরের সবাই সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।
করোনার টিকা পেতে আগ্রহীরা সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে অথবা মোবাইলে অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন।