২০ অক্টোবর ২০২১, ১৫:০০

টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর নির্ধারণ

টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর নির্ধারণ  © সংগৃহীত

কয়েক বার সিদ্ধান্ত পরিবর্তনের পর এবার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর নির্ধারণ করল সরকার। এখন থেকে আঠারো বছরের ওপরের যেকেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবেন।

আজ বুধবার (২০ অক্টোবর) সম্প্রসারিত বিতরণ কর্মসূচির (ইপিআই) সদস্যসচিব ডা. শামসুল হক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে আঠারো বছরের বেশি বয়সীদের টিকা নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে এই বয়সীরা যে কেউ টিকার জন্য নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ১৮ বছরের যেকোনো শিক্ষার্থী টিকা নিতে পারবেন বলে জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তবে নানা জটিলতায় পরে সেটি বাস্তবায়ন হয়নি।

করোনা প্রতিরোধে জানুয়ারিতে ৫৫ বছর বয়স নির্ধারণ করে শুরু হয় টিকার নিবন্ধন কর্যক্রম। তবে এর দুই সপ্তাহের মাথায় বয়সসীমা কমিয়ে আনা হয় চল্লিশে। এরপর তৃতীয় দফায় পঁয়ত্রিশ, চতুর্থ দফায় ত্রিশ, পঞ্চম দফায় পঁচিশ, ষষ্ঠ দফায় আঠারো চূড়ান্ত করল সরকার। এ ছাড়া স্কুল-কলেজের ১৭ থেকে ১২ বছর বয়সীদেরও টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা বলেছিল সরকার।