কাল দুইটা হার দেখেছি
রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নড়াইল-২ আসনের এমপি ও তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে বাংলাদেশ দলের হার এবং অগ্নিসংযোগের ঘটনা নিয়ে আজ সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
ফেসবুক স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন, ‘‘কাল দুইটা হার দেখেছি। একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার করেছে।’’
এর আগ, ফেসবুকে এক তরুণের ধর্ম অবমাননার অভিযোগ তুলে গতকাল রবিবার রাতে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীর ২৯টি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়।
ফেসবুক স্ট্যাটাসে মাশরাফি লিখেন, ‘‘এ লাল সবুজ তো আমরা চাইনি কতো কতো স্বপ্ন, কতো কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।’’
পড়ুন: হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ। স্কটল্যান্ডের ছোড়া ১৪১ রানের তাড়ায় শুরুটা মোটেই ভালো হয়নি রিয়াদ-সাকিবদের। যে শঙ্কা ছিল দেশের ক্রিকেটপ্রেমী ও বোদ্ধাদের সেটাই ঘটল।