দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

শাহবাগ অবরোধ করে রেখেছে আন্দোলনরতরা
শাহবাগ অবরোধ করে রেখেছে আন্দোলনরতরা  © টিডিসি ফটো

শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে-মণ্ডপে হামলার ঘটনার সুষ্ঠু বিচারসহ সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত। সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ অবরোধ করে রেখেছেন তারা।

আন্দোলনরতরা বলছেন, বাংলাদেশকে বলা হয়ে থাকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। অথচ এখানে প্রায় সময়ই সংখ্যালঘুদের উপর হামলা হয়। হামলার ঘটনায় তদন্ত হলেও দোষীদের বিচার হয় না। কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে আমাদের উপর হামলা হয়েছে। ঘর-বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা এর বিচার চাই।

আন্দোলনরতদের সাতদফা দাবি হলো-

*হামলার শিকার মন্দিরগুলো অতি শিগগিরই প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

*বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ক্ষতিপূরণ দিতে হবে।

*ধর্ষণ ও হত্যার শিকার পরিবারগুলোকে স্থায়ী ক্ষতিপূরণ দিতে হবে; দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

*জাতীয় সংসদে আইন প্রয়োগের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে মন্দির ও সংখ্যালঘুদের বাসাবাড়িতে সাম্প্রদায়িক হামলার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

*সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে।

*হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আধুনিকায়ন করে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।

*জাতীয় বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জিডিপির ১৫ শতাংশ বরাদ্দ রাখতে হবে।


সর্বশেষ সংবাদ