১৩ অক্টোবর ২০২১, ২২:০৪

একদিনের ডিসি হলো এসএসসি পরীক্ষার্থী

একদিনের ডিসি হলো এসএসসি পরীক্ষার্থী  © ফাইল ফটো

একদিনের জন্য প্রতীকী জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করেছেন গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মিথিলা সুলতানা মুক্তি। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা পাশে বসে তাকে সার্বিক সহযোগিতা করেন।

বুধবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছ থেকে দ্বায়িত্ব বুঝে নিয়ে প্রতীকী জেলা প্রশাসকের দ্বায়িত্ব পালন করে মিথিলা সুলতানা।

দ্বায়িত্ব পেয়ে মিথিলা সুলতানা মুক্তি বলেন, আমি যদি জেলা প্রশাসক হতে পারি তাহলে আমি চাইবো জেলা প্রশাসন যেন শিশুশুলভ প্রশাসন হয়ে ওঠে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, শিশুরা বড় হয়ে যাতে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য আমরা সবসময় তাদের সহযোগিতা করবো। মিথিলা ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) গোপালগঞ্জ জেলার শিশু সংসদের সদস্য। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।