১১ অক্টোবর ২০২১, ১০:৫৭

টোয়েন্টিফোর টিকেটি ডটকমের পরিচালক সোহেল গ্রেপ্তার

২৪টিকেটি ডটকম পরিচালক এম মিজানুর রহমান সোহেল   © সংগৃহীত

অনলাইন ট্রাভেল টিকেটিং এজেন্সি ‘২৪টিকেটি ডটকম’- এর পরিচালক এবং একটি জাতীয় দৈনিকের অনলাইন ইনচার্জ এম মিজানুর রহমান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১০ অক্টোবর) কাফরুল থানার অর্থ পাচার আইনের করা একটি মামলায় তাকে আটক করে পুলিশ।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মানি লন্ডারিং মামলার এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।  

বিমানের টিকিট বিক্রির নামে ৪ কোটি ৪৪ লাখ টাকা নিয়ে দুই বছর আগে উধাও হয়ে যায় ই-কমার্স কোম্পানি ‘২৪টিকেটি ডটকম’। গ্রাহক ও ৬৭টি এজেন্টের কাছ থেকে তারা কৌশলে এসব টাকা হাতিয়ে নেয়।

সিআইডি জানায়, সাধারণত এয়ারলাইনসগুলো টিকিটের নির্ধারিত মূল্যের ৭ শতাংশ ছাড় দিয়ে থাকে। সেখানে প্রতারণার অংশ হিসেবে টিকেটি ডটকম ১২ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছিল। অনেক এজেন্ট বিশেষ এই ছাড়ের সুযোগ নিয়ে তাদের মাধ্যমে বিমান টিকিট নিয়ে যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। কিন্তু বিশেষ ছাড়ে কিছু টিকিট বিক্রির মাধ্যমে আস্থা তৈরির পর দুই বছর আগে প্রতিষ্ঠানটি প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়ে অফিস বন্ধ করে সটকে পড়ে। এরপর থেকে এর পরিচালকসহ অফিস স্টাফদের খুঁজে পাচ্ছিলেন না গ্রাহকরা।

এ নিয়ে গ্রাহকদের বিভিন্ন অভিযোগ যাচাইয়ের পর সিআইডি গত সপ্তাহে কাফরুল থানায় একটি অর্থ পাচারের মামলা করে। সেখানে আসামি করা হয় কথিত কোম্পানিটির মালিক আব্দুর রাজ্জাকসহ পাঁচজনকে। এর আগে গত ৫ সেপ্টেম্বর কথিত প্রতিষ্ঠানটির পরিচালক রাকিবুল হাসানকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে সিআইডি।

আর মামলার পরে গতকাল রোববার (১০ অক্টোবর) সিআইডির অভিযানে গ্রেপ্তার হলেন আরেক পরিচালক মিজানুর রহমান সোহেল। গ্রেফতার সোহেল দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিআইডি বলছে, ইভ্যালি, ই-অরেঞ্জ, নিরাপদ ডটকম, রিং-আইডিসহ বেশ কিছু ই-কমার্স সাইটের মতো গ্রাহকদের টাকা আত্মসাতে বিশেষ পরিকল্পনা নিয়েছিল ২৪টিকেটি ডটকম। তাদের ব্যবসার বৈধ কাগজপত্র নেই। প্রতারণায় জড়িত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ের পর ব্যবস্থা নেয়া হচ্ছে। ই-কমার্সভিত্তিক আরও কিছু প্রতিষ্ঠান নজরদারিতে আছে।