স্কুল-কলেজের ৩০ লাখ শিক্ষার্থী দ্রুত টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১১:৫২ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২১, ১২:২৯ AM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল-কলেজের ৩০ লাখ শিক্ষার্থীকে দ্রুত করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।
রোববার (১০ অক্টোবর) মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জন করোনা টিকা ও সম সাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছুদি৷ আগে জেনেভা সফর করেছি। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কথা বলেছি। সংক্রমণরোধে তারা ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মডার্না এবং ফাইজারের টিকা দিতে বলেছে।