১০ অক্টোবর ২০২১, ১৩:৪৬
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির আবেদন শুরু
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ রবিবার (১০ অক্টোবর) থেকে শুরু হয়েছে আবেদন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের ওয়েবসাইট, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর(ব্যানবেইস) এর ওয়েবসাইটে অনলাইনে এমপিওর জন্য আবেদন করা যাবে।
এর আগে ২০১৯ সালে দুই হাজার ৬২২টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলেও এরপর নতুন করে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়নি। এছাড়া ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।
দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৩ হাজার, এর মধ্যে এমপিওভুক্ত হয়নি এমন প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৬ হাজার।