পরিবারের কাছে ফিরলো সেই তিন কলেজছাত্রী
অবশেষে ১০ দিন পর পরিবারের কাছে ফিরেছে রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ হওয়া তিন কলেজছাত্রী। শনিবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের কাছে জবানবন্দী রেকর্ড শেষে ওই ছাত্রীদের পরিবারের জিম্মায় দেওয়ার আদেশ দেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) সজিব খান এসব তথ্য জানান। তিনি বলেন, শনিবার তিন শিক্ষার্থীকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করানো হয়।
গত ৩০ সেপ্টেম্বর পল্লবী থেকে নিখোঁজ হওয়া তিন কলেজছাত্রীকে ৬ অক্টোবর র্যাব উদ্ধার করার পর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।
আরও পড়ুন: সেই ৩ কলেজছাত্রী আদালতে জবানবন্দি দেবেন আজ
মানসিক স্বাস্থ্য সমস্যায় ৮৪.৬ শতাংশ শিক্ষার্থী
বাসা থেকে বের হওয়ার সময় ওই তিন শিক্ষার্থী নগদ টাকা, স্বর্ণালঙ্কার, শিক্ষা সনদ ও মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে যায়। পরে নিখোঁজদের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করলে তাদের উদ্ধার করে র্যাব।
তাদেরকে উদ্ধারের পর সংবাদ সম্মেলনে র্যাব-৪ জানায়, ওই তিন ছাত্রী করোনার কারণে দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দিন দিন লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। অতিরিক্ত পারিবারিক বিধিনিষেধ আর মানসিক বিষাদে বিরক্ত হয়ে বাসা ছেড়েছিল।()