০৯ অক্টোবর ২০২১, ১৯:৩৪

জুতা পায়ে শহীদ মিনারে আ.লীগ নেতার মতবিনিময় সভা

জুতা পায়ে শহীদ মিনারে আ.লীগ নেতার মতবিনিময় সভা  © সংগহীত

সিরাজগঞ্জে জুতা পায়ে শহীদ মিনারে মতবিনিময় সভা করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের ‍বিরুদ্ধে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। জুতা পায়ে অতিথিদের শহীদ মিনারের বেদিতে ওঠা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের চর ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, শুক্রবার বিকেলে ওই সভার আয়োজন করেন দুর্গানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। ওই সভার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ইউনিয়নজুড়ে সমালোচনা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানিয়ে সভার আয়োজন করা হয়। সেখানে আওয়ামী লীগ নেতা মাসুদ রানা আগামী ইউপি নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন। সেখানে শহীদ মিনারের বেদির ওপর দিয়ে জুতা পায়ে হেটে আসন গ্রহণ করেন অতিথিরা। সভা শেষে ওই চেয়ারম্যান প্রার্থীর শুভাকাঙ্ক্ষীরা মতবিনিময় সভার ছবি ফেসবুকে ছেড়ে দিলে শুরু হয় সমালোচনা।

জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা বলেন, ‘শহীদ মিনারে আমি তো জুতা পায়ে উঠিনি। অন্য কেউ যদি উঠে থাকে, সেটা আমার জানা নেই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।