০৮ অক্টোবর ২০২১, ১৫:৪৭
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৮ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৮ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। শুক্রবার (৮ অক্টোবর) ভোর ৫টার দিকে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১’ এর আওতায় শরীয়তপুরে পদ্মা নদীর জাজিরা পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জাজিরা উপজেলার মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত ৩০ কেজি মাছ এতিমখানায় বিলি করা হয়েছে। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।
জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদের ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ২১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।