শিক্ষক দিবসেও রাজপথে শিক্ষকরা
আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি নিয়ে শিক্ষকদের মধ্যে এ বছর ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শিক্ষক সমিতির শিক্ষক দিবস পালন উল্লেখ করা মতো। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষকদের এ নিয়ে লেখা-লেখি করতে দেখা গেছে।
তবে উৎযাপনের পরিবর্তে প্রতিবাদী রুপে দিবসটি পালন করেছেন বগুড়ার ধুনট উপজেলার শিক্ষকরা। শিক্ষার উন্নয়ন, এমপিও ও জাতীয়করণের দাবিতে মানবন্ধন করেন তারা। জানা যায়, মঙ্গলবার বিকেল চারটার দিকে ধুনট মুজিব চত্বরে উপজেলা কারিগরি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে এ বানববন্ধন করেন ধুনটের শিক্ষকরা। এসময় সরকারকে তাদের দাবি আদায়ের আহবান জানান বক্তারা।
ধুনট উপজেলা কারিগরি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এসএএম সিরাজুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, অধ্যক্ষ আব্দুস সালাম, সুপার জুবায়ের আহম্মেদ, প্রভাষক জাহিদুল ইসলাম ও আ ফ ম নুরুল আমীন।