০৪ অক্টোবর ২০২১, ২১:৫১

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৫ লাখ করোনা টিকা আসছে

করোন ভ্যাকসিন  © ফাইল ফটো

বাংলাদেশকে আবারও করোনা টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহের প্রথম দিকে  ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ বাংলাদেশে এবং ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ ভ্যাকসিন ফিলিপাইনেও পাঠানো হবে। মহামারির সর্বশেষ ঢেউ থেকে বিশ্বকে সুরক্ষায় এই ভ্যাকসিন সহযোগিতা দেওয়া হচ্ছে জানিয়েছে দেশটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রের দান করা সব ভ্যাকসিন ফাইজার/বায়োএনটেকের। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে এ কথা জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র করোনা ভ্যাকসিন ক্রয় এবং অনুদানের ক্ষেত্রে বৃহত্তম প্রতিনিধিত্ব করছে। গোটা বিশ্ব থেকেই করোনা নির্মূল করতেই আমাদের এ প্রচেষ্টা হবে।

সূত্র: বাসস