ছাত্রীর সন্তানকে কোলে নিয়ে ক্লাস নিলেন শিক্ষক
বাল্যবিবাহের শিকার দশম শ্রেণির এক ছাত্রীর শিশু সন্তানকে কোলে নিয়ে ক্লাস নিয়েছেন এক শিক্ষক। রোববার (৩ অক্টোবর) সকালে ব্রাহ্মমবাড়িয়া সদর উপজেলার চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, করোনার কারণে গত বছরের মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর দশম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে হয়। সম্প্রতি তিনি একটি শিশু সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর ওই ছাত্রী ক্লাসে আসা বন্ধ করে দেয়। বিদ্যালয়ের শিক্ষক পঙ্কজ মধু ঘটনা জানার পর তাকে ক্লাস আসতে বলেন।
এ প্রসঙ্গে শিক্ষক পঙ্কজ মধু জানান, শিশু সন্তান জন্মের পর ওই ছাত্রী ক্লাসে অনুপস্থিত ছিল। এই ঘটনা জানার পর তাকে আমি ক্লাসে আসতে বলি। ক্লাসে আসার পর পড়ায় মনোযোগ দিতে না পারায় ওই ছাত্রীর সন্তানকে আমি কোলে নিয়ে ক্লাস নেই।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রীর সন্তানকে কোলে নিয়ে ক্লাস নেওয়ার ছবি ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শিক্ষকের এমন মহৎ কাজে অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন।