০৩ অক্টোবর ২০২১, ২৩:২৫

শীর্ষ রাজনীতিবিদদের ডোপ টেস্টের সুপারিশ

প্রতীকী ছবি  © ফাইল ফটো

দেশের শীর্ষ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থাসহ নানা শ্রেণি পেশার কর্মকর্তাদের ডোপ টেস্টের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সামসুল হক টুকু।

বৈঠকে জানানো হয়, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মামলার সংখ্যা ১৬ দশমিক ৭ শতাংশ কমেছে। বর্তমান আইজিপি বেনজির আহমেদ দায়িত্ব নেওয়ার পর থেকেই মামলার সংখ্যা কমতে শুরু করে।

বৈঠকে উপস্থাপিত পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, আইজিপি বেনজির আহমেদ দায়িত্ব নেওয়ার পর বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।