বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

কলেজছাত্র সাগর হোসেন
কলেজছাত্র সাগর হোসেন  © টিডিসি ফটো

বজ্রপাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে সাগর হোসেন (২০) নামের এক কলেজছাত্র ও নান্দাইলে রাকিব আল হাসান হামিম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (০৩ অক্টোবর) বিকালে গফরগাঁও উপজেলার দীঘা গ্রামে বজ্রপাতের ঘটনায় কলেজছাত্র ও দুপুরে নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে হঠাৎ বজ্রপাতে যুবকের মৃত্যুর পৃথক এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র সাগর হোসেন গফরগাঁও উপজেলার দীঘা গ্রামের আবুল হাসেনের ছেলে ও স্থানীয় শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

রাকিব আল হাসান হামিম নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের রফিকুল ইসলাম (রবির) ছেলে।

গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম এ ব্যাপারে বলেন, বিকেলে দীঘা গ্রামের আবুল হাসেনের ছেলে সাগর মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

অপরদিকে নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের (ইউপি) সদস্য মো. ইলিয়াস কাঞ্চন জানান, নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের রফিকুল ইসলাম (রবির) ছেলে রাকিব আল হাসান হামিম দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের চরে ঘাস কাটছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে ঘাসের খাঁচা মাথায় নিয়ে বাড়ির উদ্দ্যেশে আসার পথে হঠাৎ বজ্রপাত হলে পাশেই লক্ষিপুর মসজিদের পিছনে হামিম মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ