বেপরোয়া গতির মটরসাইকেলে প্রাণ গেলো স্কুলছাত্রের
জামালপুরের সরিষাবাড়ীতে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাহিমুল ইসলাম জয় (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়।
শনিবার (২ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাইঞ্চারপাড় (জোড়ব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরিষাবাড়ী প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থী রাহিমুল উপজেলার সাতপোয়া গ্রামের অধিবাসী ও সরিষাবাড়ী পৌরসভার কর শাখার কর্মচারী রফিকুল ইসলাম দুলালের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল জয়। এ সময় তার সঙ্গে আরও দুজন ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অন্য দুই আরোহী আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা জামান তিথী জানান, বিকেলে জয়কে হাসপাতালে আনা হয়। কিন্তু আনার আগেই সে মারা যায়। পরে নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।