০২ অক্টোবর ২০২১, ২১:৫০

স্কুলে শহীদ মিনারের পিলার ধসে শিশুর মৃত্যু

স্কুলে শহীদ মিনারের পিলার ধসে শিশুর মৃত্যু  © সংগৃহীত

নরসিংদীতে একটি বিদ্যালয়ের শহীদ মিনার পিলার ধসে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম জান্নাতি আক্তার। সে গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী গ্রামের রাব্বি মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতি আক্তার বিকেলে বাড়ির পাশে সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে খেলছিল। সন্ধ্যার দিকে হঠাৎ শহীদ মিনারের একটি পিলার ভেঙে শিশু জান্নাতির উপর পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, শহীদ মিনারের একটি পিলার গাছের সঙ্গে বাঁধা ছিল। একটি পরার সঙ্গে সঙ্গে বাকিগুলো পরে যায়। এ সময় শিশুরটির মা পাশেই বসা ছিল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।