চোর অপবাদে দুই শিক্ষার্থীকে নির্যাতন, ইউপি সদস্য আটক
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক নাজমুল হাসান (৩৪) বোয়ালদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
শুক্রবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামীম।
এর আগে শুক্রবার সকালে উপজেলার মাল্লাবাজার এলাকায় দুই স্কুল ছাত্রকে চোর অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের শিকার আরিফ ও সৌরভ বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী আরিফের বাবা মনির উদ্দিন বাদী হয়ে ইউপি সদস্য নাজমুল হাসানসহ ৬ জনের নাম উল্লেখসহ ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার স্কুল বন্ধ থাকায় স্কুলছাত্র আরিফ ও সৌরভ মোটরসাইকেলে করে উপজেলার মাল্লাবাজার এলাকায় ঘুরতে যায়। সেখানে রাস্তার পাশে একটি ছাগলের বাচ্চা দেখতে পেয়ে তারা সেটিকে কোলে নিয়ে সেলফি তোলার চেষ্টা করে। সে সময়, স্থানীয় কয়েকজন তাদের চোর বলে ধাওয়া দিলে ভয় পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু স্থানীয়রা তাদের আটক করে ছাগল চুরির অপবাদ দেয়। পরে স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসানসহ কয়েকজন ওই দুই শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে মারতে থাকে।
শুক্রবার দুপুরে এই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য নাজমুল হাসানকে আটক করে।
এ বিষয়ে ওসি খায়রুল বাসার শামীম জানান, ফেসবুকে ওই ২ শিক্ষার্থীকে নির্যাতনের একটি ভিডিও দেখে ইউপি সদস্য নাজমুল হাসানকে আটক করা হয়। পরে, ভুক্তভোগীর বাবা মামলা করলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ভিডিওটি দেখে বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।