০১ অক্টোবর ২০২১, ০০:০৩

ময়মনসিংহে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, চেয়ারম্যানের শাস্তি দাবি

৭০ বছরের বৃদ্ধ দুলাল মিয়া  © সংগৃহীত

ঘটনার সূত্রপাত ৭০ বছরের এক বৃদ্ধ দুলাল মিয়ার জমি থেকে অনুমতি ছাড়া মাটি কেটে রাস্তার কাজ করা নিয়ে। এ ঘটনায় মাটি কাটার নির্দেশদাতা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বৃদ্ধ দুলাল মিয়ার কাটাকাটি। ফলাফল ৭০ বছরের ওই বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে চেয়ারম্যানের গাড়িতে করে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে নিয়ে মারধর!   

গত ২৭ সেপ্টেম্বর বিকেলে বর্বর এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের নির্দেশে। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর থেকে ব্যাপক নিন্দার ঝড় ওঠে।   

বৃদ্ধকে শারীরিক নির্যাতনের এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভূক্তভোগী ও এলাকাবাসীরা।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বালিচান্দা গ্রামের দুলাল মিয়ার জায়গা থেকে পূর্ব অনুমতি ছাড়াই মাটি নিয়ে রাস্তায় কাজ করতে নির্দেশ দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এতে দুলাল মিয়া বাঁধা দিলে চেয়ারম্যানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে চেয়ারম্যান উত্তেজিত হয়ে বৃদ্ধ দুলালকে তার নিজ গাড়িতে উঠিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রশি দিয়ে বেঁধে রাখেন। এসময় লাঠি দিয়ে পিঠিয়ে বৃদ্ধকে রক্তাক্ত করেন চেয়ারম্যান দেলোয়ার।

খবর পেয়ে আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এই ঘটনায় পরে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে তারই প্রতিবাদে হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

’ভূক্তভোগী ও এলাকাবাসী’ ব্যানারে করা ওই বিক্ষোভ মিছিলটি পৌর শহরের উত্তর বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

এ সময় বক্তারা বৃদ্ধকে লাঞ্চিতের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে দেলোয়রের বহিষ্কার দাবি করেন। একই সাথে তাকে রাজাকারপুত্র বলে আখ্যায়িত করে আগামী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না দিতে আওয়ামী লীগ সভানেত্রীর প্রতি দাবি জানান।

এদিকে বৃদ্ধকে মারধরের ঘটনায় হওয়া মামলার পর থেকেই ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন গা-ঢাঁকা দিয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে তারা অভিযোগ খতিয়ে দেখছেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন।